Indian Prime Time
True News only ....

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভিজতে পারে মহানগরী

- sponsored -

- sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেলের দিকে কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বর্ষার প্রভাবে পাঁচ দিন উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে।

চলতি বছর নির্ধারিত সময়ের চার দিন আগেই উত্তরবঙ্গে বর্ষা আসছে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এলেও এখনো দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস নেই।

- Sponsored -

- Sponsored -

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গেলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রী। 

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেঙ্গালুরু থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত থাকায় দু’দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের বাকি অংশে ও উত্তরবঙ্গ সিকিমের বাকি অংশে ঢুকে পড়বে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored