ব্যুরো নিউজঃ ইতালি মানেই স্বপ্নের শহর। যা একদম সাজানো-গোছানো। তবে গতকাল এই ইতালির ন্যাপলেস শহরে হঠাত্ই হাসপাতালের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায় বিশাল গর্ত হয়ে রাস্তা ধ্বসে যায়। অসংখ্য গাড়ি ওই গর্তে পড়ে যায়। তবে শুধু গাড়ি পার্ক থাকায় গাড়ির ভেতরে কেউ ছিল না যার কোনো প্রাণহানি ঘটে হয়নি।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, প্রায় ৫০০ স্কয়্যার মিটার এলাকা বা বলা যায় ৫৪০০ স্কয়্যার ফুট এলাকা জুড়ে ওই বৃহদাকার গর্ত সৃষ্টি হয়েছে। ফলে পার্কিং এ থাকা একাধিক গাড়ি সেখানে তলিয়ে যায়।
খবর পেয়ে ইতালির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়ি গুলির উদ্ধারকার্য শুরু করেছে। এই বিশালাকার গর্তের জেরে হাসপাতালে জল ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার জেরে অসুবিধায় পড়েছেন হাসপাতালের রোগীরা। তবে দ্রুত এই সমস্যা সমাধানের কাজ চলছে।