অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ করোনা আবহের জেরে দীর্ঘদিন থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইন ক্লাস চললেও সরকারী বিদ্যালয়গুলিতে মিড-ডে প্রকল্প বন্ধ আছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাড়িতে চাল-ডাল পৌঁছে যাচ্ছে।
যার ফলে মিড-ডে মিলের কর্মীরা ভাতা বন্ধ হওয়ার আতঙ্কে ছিলেন। তবে আজ স্কুল শিক্ষা দপ্তর তাদের সমস্ত আতঙ্ক দূর করে জানিয়ে দিয়েছেন, “কারোর ভাতা বন্ধ হবে না। উপরন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে, আগে মিড-ডে-মিল কর্মীদের ১০ মাসের ভাতা দেওয়া হত। এখন সেটা বাড়িয়ে ১২ মাস ভাতা দেওয়ার”।
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিড-ডে-মিল প্রকল্পের গ্রুপে যতজন রয়েছে তাদের সকলের ভাতার পরিমাণ এক থাকবে। তবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে মিড-ডে-মিল কর্মীদের দুবেলা রান্না করা খাদ্য প্রদানের অধিকারের দাবী তুলে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।