নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ মাত্র চার মাসের ব্যবধানে দুই প্রেমিকাকে খুন করে নিজের অপরাধ স্বীকার করেন শিলিগুড়ির মাটিগাড়ার মহম্মদ আখতার।
সূত্রের ভিত্তিতে জানা গেছে। সম্প্রতি মাটিগাড়া জোড়াব্রিজের ১৯ বছরের তরুণী সূচনা মণ্ডল নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই পুলিশ তদন্তে নেমে পরিচিতদের সঙ্গে কথা বলতেই মহম্মদ আখতার নাম উঠে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, সূচনা ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এই কথা জানতে পেরে পুলিশ আখতারের উপর নজর রাখে।
এরপর আখতারকে দফায় দফায় জেরা করলে সে নিজের দোষ স্বীকার করে।
ঠিক চার মাস আগে ঝগড়া চলাকালীন সূচনাকে শ্বাসরোধ করে খুন করে। আর প্রমাণ লোপাটের জন্য রেললাইনের ধারে দেহ পুঁতে দিয়েছিল। পাশাপাশি আখতার আরো জানিয়েছে যে, “১ লা সেপ্টেম্বর চাঁদমণি চা বাগানের বাসিন্দা অনিতা মাহালি নামে আরো এক প্রেমিকাকে খুন করেছে। অনিতার দেহ মাটিগাড়া থেকে উদ্ধার হয়”।
অনিতার মা’র অভিযোগ করেছেন যে, “মেয়েকে তার স্বামীই খুন করেছে”। কিন্তু তদন্তে নেমে জানা যায় আখতারের সাথে অনিতারও প্রেমের সম্পর্ক ছিল। ৩১ শে আগস্ট রাতেরবেলা আখতার অনিতাকে খুন করে একই কায়দায় মাটিতে দেহও পুঁতে দেয়।