মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ প্রকাশ্য দিবালোকে নৈহাটির গৌরীপুরে রাজেশ সাউ নামে এক দুধ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীগণ। যা দেখে আতঙ্কিত গোটা এলাকা।
ওই দুধ ব্যবসায়ীর ছেলে আকাশ সাউ জানান, আজ কাজ থেকে ফিরে দুপুরে খেতে বসলে তখনই তাকে তার বন্ধু সন্তোষ যাদব ডাকেন। তারপরই তিনি খেয়ে উঠে তার সাথে বেরিয়ে যান। তার কিছু সময় পরেই মিল গেটের সামনে গুলির শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে তাকে গুলিবিদ্ধ অবস্থাতে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন তারা।
পরিবার সূত্রে জানা যায়, দু থেকে তিন মাস আগে রেললাইনের ধারে মদের দোকান খোলা নিয়ে তার বন্ধু সন্তোষ যাদবের সঙ্গে রাজেশের বচসা হয়েছিল। কারণ মদের দোকান খোলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজেশ। আর এইদিন তার বন্ধু সন্তোষ তার সাথে ওই বিষয়ে আলোচনার জন্য ডেকেছিলেন। তারপরই এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় রাজেশ সাউ তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাই এই ঘটনার সঙ্গে কোনো রাজনীতির যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পরিবারে।