বঙ্কিম সেতু থেকে ঝাঁপ স্কুল ছাত্রীর
অমিত জানাঃ হাওড়াঃ বৃহস্পতিবার সময় প্রায় দুপুর তিনটে। ক্লান্ত বঙ্কিম সেতু কিছুটা নিশ্চুপ। হঠাৎ করে এক নাবালিকা স্কুল ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পড়ে বঙ্কিম সেতুর ইঁটের উপর দাঁড়িয়ে পড়েন। অনেকটা দূরে ডিউটি করছেন সিভিক ভলেন্টিয়ার সুজিত। কিছুটা দূরে এই বিষয়টি আরো একজন গাড়ির চালক লক্ষ্য করেন। তারা চিৎকার করে দৌড়াতে শুরু করেন। কিন্তু তৎক্ষণাৎ ওই নাবালিকা স্কুল ছাত্রী বঙ্কিম সেতুর উপর দিয়ে ঝাঁপ দেয়। হাওড়ায় ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বঙ্কিম সেতু থেকে এক কিশোরী ঝাঁপ মারার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে ওই কিশোরীর শরীর এখন ভালো আছে।
জানা গিয়েছে, বঙ্কিম সেতুর উপর থেকে এদিন প্রায় দুপুর তিনটে নাগাদ ওই কিশোরী ঝাঁপ দেয়। সে হাওড়া স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রেললাইনের ধারে পড়ে যায়। এরপর তাকে রেলপুলিশ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
রেল পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ি হুগলির ডানকুনি বাজারের কাছে। সে সেখানকার মেথোডিস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। যখন সে ব্রিজ থেকে ঝাঁপ দেয় তখন তার পরনে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ ছিল। তবে তার পায়ের একটি অংশ ভেঙে গিয়েছে। আর শরীরের আরো কিছু অংশ ক্ষত হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে তার বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। তবে এই ঘটনায় অন্য কোনো কারন আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এই ঘটনায় অনেকগুলি প্রশ্ন সামনে উঠে আসছে। যদি ওই ছাত্রীর স্কুল এবং বাড়ি ডানকুনিতে হয় তাহলে সে এখানে এসেছিল কেন ? সে কি কারোর সাথে এসেছিল? এই ঘটনা কি প্রেমঘটিত ? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারন আছে? পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।