মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গত বছর আমফান উত্তর চব্বিশ পরগনার জেলা সদর হাসপাতালে মারাত্মক প্রভাব ফেলেছিল। এর জেরে হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের পরিবার-পরিজনেরা প্রচণ্ড বিপাকে পড়েছিলে। তাই এবার যশ ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে বারাসত জেলা হাসপাতাল একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুত্ বিপর্যয় হল হাসপাতালের জেনারেটর যাতে সক্রিয় থাকে ইতিমধ্যে তার প্রস্তুতি হয়ে গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের পরে বিদ্যুত্ বিপর্যয়ের সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত একটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএই বিষয়ে হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল জানালেন, “স্পেশাল মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ২৪ ঘন্টা অপারেশন থিয়েটার খোলা থাকবে। সার্জিকাল ওয়ার্ডে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে হাসপাতাল চত্বরে অপেক্ষারত রোগীর পরিবার-পরিজনদের জন্য নিরাপদ আশ্রয় সহ রাতের বেলা ক্যান্টিনে খাবারেরও বন্দোবস্ত করে রাখা হয়েছে”।
যদিও হাসপাতালের রোগী ও রোগীর পরিবার-পরিজনরা ‘যশ’ এর আতঙ্কে যথেষ্ট চিন্তিত।