অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে। নয়া এই ঘূর্ণাবর্তের জেরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়াও জানা যাচ্ছে শুক্রবার থেকে শনিবারের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত তৈরী হয়ে দ্রুত বাংলা ও ওড়িশা উপকূলে ঢুকে পড়তে পারে। আর তাই আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির জেরে সমুদ্র ব্যাপক উত্তাল হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে বেলা গড়াতে কোথাও হালকা কোথাও চড়া রোদ দেখা গেছে। কিন্তু সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রী সেলসিয়াস ছিল। আজ অবশ্য আগের থেকে তাপমাত্রা কমেছে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রী সেলসিয়াস ছিল।
Sponsored Ads
Display Your Ads Here