নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ুয়াদের অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে। আর এবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অনলাইন ক্লাসের সময় ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা।
যেখানে হঠাৎই মোবাইল ও কম্পিউটারে পর্ন সাইটের নানা ছবি এবং অশ্লীল ভিডিয়ো ঢুকে পড়লো। যা দেখে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া সহ অভিভাবকরা হকচকিয়ে গেল। এছাড়া এই বিষয় নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশও করেছেন।
একজন অভিভাবকের কথায়, “মেয়ের অনলাইনে ক্লাস চলছিল। তখন দেখি কেউ পর্ন সাইটের কিছু ভিডিয়ো পাঠিয়ে দিয়েছে। অনলাইন ক্লাসের লিঙ্ক ব্যবহার করে কেউ বা কারা এ সব করেছে। এমন ভাবে কি সন্তানদের পড়াশোনা হতে পারে? এবার সরকারের স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে”।

- Sponsored -
ক্লাস চলাকালীন অভিভাবকেরা পড়ুয়ার পাশে বসে থাকছেন। কিন্তু সম্প্রতি শিলিগুড়ির বেশ কয়েকটি বিদ্যালয়ে অনলাইন ক্লাস চলাকালীন পড়ুয়াদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অনলাইনে ক্লাস চলাকালীন লিঙ্ক ব্যবহার করে সেখানে বহিরাগতেরা ঢুকে পড়ছে। এরপর পর্ন সাইটের অশ্লীল ছবি ও ভিডিয়ো চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে।বিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানোর চিন্তাভাবনা রয়েছে। তবে লিখিতভাবে অভিযোগ না পেলেও এমন বেশ কিছু মৌখিক অভিযোগ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার আধিকারিকদের কাছে এসেছে। যা নিয়ে আপাতত পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে এই ধরণের ঘটনা বার বার চলতে থাকলে শিশুদের মানসিক বিকাশে প্রভাব পড়তে পারে। তাই এখন অনেক অভিভাবকগণ করোনা বিধিনিষেধ মেনে বিদ্যালয় খোলার দাবীতে সরব হয়েছেন।