লকডাউন অমান্যকারী ৪ জনকে গ্রেপ্তার করলো পুলিশ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে লকডাউন অমান্যকারী চার জনকে বিধাননগর থানার পুলিশ গ্রেপ্তার করলো।
এই বিষয়ে বিধাননগর থানার পুলিশ সূত্রে খবর, লকডাউন অমান্য করায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর চারজনের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট মামলা করা হবে।
এর পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে লকডাউন কড়াকড়ি করতে লাগাতার অভিযান চালানো হবে। যদি কেউ কোনো কারণ ছাড়াই বাইরে ঘোরাঘুরি করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই সকলকে লকডাউন মেনে চলার অনুরোধ করা হয় পুলিশের তরফ থেকে।