লকডাউনের জেরে চড়া দামে বিক্রি হছে জিনিসপত্র
রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের ভাতারের মুরাতিপুর বাজারে লকডাউনের সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বেশী নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে।
তৃণমুলের তরফে ব্যবসায়ীদের সর্তক করে দাম বেশী না নেওয়ার আর্জি জানিয়ে মাইকিং করা হয়। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, লকডাউনের মধ্যেই মুরাতিপুর বাজারে লকডাউনের দোহাই দিয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম বেশী নেওয়া হচ্ছে।
মূলত মুদিখানা ও শাক-সব্জির দাম বেশী নিচ্ছে বলে অভিযোগ করা হয়।
তাই স্থানীয় মানুষজন তড়িঘড়ি বিষয়টি স্থানীয় তৃণমূল কার্যালয়ে জানান। আজ ব্যবসায়ীদের সতর্ক করতে মুরাতিপুর বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাইকিং করে প্রচার করলেন। তৃণমূল কংগ্রেসের কর্মী আমির শেখ জানান, “যদি এরপরও মুরাতিপুর বাজারে ব্যবসায়ীরা জিনিসের দাম বেশী নেয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে”।
অপরদিকে ছোটো ব্যবসায়ীরা বলেন, “অন্য বাজারে দাম কম থাকলেও এখানে বেশী দামে বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হচ্ছে।
পাশাপাশি সব্জি ব্যবসায়ীরা জানিয়েছেন, “যেমন তারা কিনছেন তেমন দামে বিক্রি করছেন। বেশী নেওয়া হচ্ছে না”।