রাজ খানঃ বর্ধমানঃ “সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। আর যারা সেই পরিবর্তনের পথে বাধা দিতে চাইছে তারাই আমাদের কর্মসূচীতে গোলমাল করেছে। বর্ধমানের রসিকপুরের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এছাড়া দিলীপ ঘোষ বলেন, “গুন্ডারা বিভিন্ন জায়গাতেই গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে। এবার আর ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করা যাবে না।
আমরা কারোর পার্টি অফিসে হামলা করি না। কালকে ওরা হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের ছেলেরা আটকেছে। এরপর সাধারন মানুষ যা করার করেছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=zRxYOjO-c5c
“শুধু বর্ধমান কেন গোটা রাজ্যের এই গুন্ডামি রাজনীতি আমরা চলতে দেবো না।
দিদিমণির জঙ্গলমহলে দোকান বন্ধ হয়ে গেছে এবার বর্ধমানের দোকানটা বন্ধ করে দেবো।
বর্ধমানের মানুষ বহু অত্যাচার সহ্য করেছে। এখানে বীরভূম থেকে গুণ্ডারা এসে অত্যাচার করছে। এই সব কিছুই বন্ধ হয়ে যাবে”।