নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ সম্প্রতি মধ্যপ্রদেশের রাজগড় জেলার মত্স্যজীবীরা এই অঞ্চল থেকেই কিছু ঐতিহাসিক মুদ্রা খুঁজে পেয়েছিলেন। আর খবরটি জানাজানি হতেই সম্পদলাভের আশায় শিবপুরা ও গরুড়পুরা গ্রামের বাসিন্দারা রাতদিন পার্বতী নদীর নিকটবর্তী তট জুড়ে খোঁড়াখুড়ি চালিয়ে যাচ্ছেন।
এই দুই গ্রামের বাসিন্দারা মনে করছেন, মধ্যপ্রদেশের ভোপাল শহর থেকে ১৪১ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্বতী নদীর তটরেখায় গুপ্তধন লুকিয়ে রাখা আছে। তাই দিনরাত এক করে এলাকাবাসীরা ওই এলাকা খুঁড়ে চলেছেন।
Sponsored Ads
Display Your Ads Hereএই প্রসঙ্গে ১৮ বছর বয়সী রাণু যাদব বলেছেন, “এই প্রচেষ্টার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। যদি কিছু পাওয়া যায় তাতে কোনো ক্ষতি নেই”। আবার এলাকার অপর একজন বাসিন্দা ৩৭ বছরের রামনরেশ সিং জানিয়েছেন, “পরিশ্রম ব্যর্থ হবে না। নিশ্চয় গুপ্তধন পাওয়া যাবে”।
বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত স্থানীয় প্রশাসন। রাজগড়ের পুলিশ সুপারিন্ডেন্ট প্রদীপ শর্মা জানিয়েছেন যে, “মত্স্যজীবীরা ব্রোঞ্জের মুদ্রা পেয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিন ওই এলাকায় পুলিশ টহলদারী চালাচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Hereতবে এই বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে।