Indian Prime Time
True News only ....

কৃষি আইন নিয়ে বড়ো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকারের চালু করা নয়া কৃষি আইন নিয়ে যেমন বহু বিতর্ক চলছিল ঠিক তেমনই এই নয়া আইন নিয়ে এক বড়ো কৃষক আন্দোলন চলছিল। কেন্দ্রের সঙ্গে কৃষকদের অষ্টম দফার বৈঠকের পরেও কৃষকদের সমস্যার কোনো সমাধান হয়নি। কেন্দ্রের এই তিন কৃষি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষক নেতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই কৃষি আইন নিয়ে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে জানান যে তারা এই নতুন কৃষি আইন স্থগিত না করলে আদালতের পক্ষ থেকে এই আইন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হবে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কেন্দ্রের উদ্দেশ্যে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে প্রশ্ন করেন, “আমরা কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের মন্তব্যে অত্যন্ত হতাশ। এই আইন প্রণয়নের আগে কোনোরকম আলোচনা হয়েছে কি না আমরা জানি না। দয়া করে আমাদের পুরো বিষয়টি আমাদের জানানো হোক”।

এছাড়াও প্রধান বিচারপতি জানান, “আমরা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। আইন স্থগিত রাখার বিষয়ে কেন্দ্রের তরফে কেন কোনো উত্তর নেই? যদি কেন্দ্র আইন স্থগিত রাখতে রাজি হয় তাবে আমরাও কৃষকদের আলোচনায় বসতে বলব”।

তবে এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে, “আইন খুঁটিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হোক। কিন্তু দয়া করে আইন স্থগিত রাখবেন না। আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করছি। উভয়ের মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে”।

দুই পক্ষের সমঝোতার সম্ভাবনার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট ১১ ই জানুয়ারী পরবর্তী শুনানির দিন ধার্য করল।

এইদিন কৃষক নেতা হান্নান মোল্লা জানিয়েছেন, “সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছে, তা তাদের নৈতিক জয়”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored