নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ডলফিন বা শুশুক দেখতে সকলেই দারুণ আগ্রহী। কিন্তু বর্তমানে এটি একটি বিরল প্রজাতির প্রাণী। বহুযুগ ধরে এটি মত্স্যজীবীদের শিকার হওয়ার ফলে এখন এটি প্রায় বিলুপ্তির পথে।
অতি সম্প্রতি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এলাকার তিনজন যুবক বিশাল আকৃতির একটি গাঙ্গেয় শুশুক দেখামাত্রই লাঠি ও কুড়োল দিয়ে মেরে ফেলেছে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা গেছে, হাঁটুজলে দাঁড়িয়ে ডলফিনটিকে লাঠি এবং কোদাল দিয়ে থেঁতলে মারা হচ্ছে। তার রক্তে ভেসে গেছে জল। তীব্র যন্ত্রণায় গোঙাতে থাকে তিমিটি।
আর সেই ভিডিও দেখে পুলিশের হাতে আটক হন ওই তিন যুবক। বন দপ্তর তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এই অমানবিক ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় ওঠে চারিদিকে। নৃশংস এই ঘটনাটি দেখে সকলেই শিহরিত।