Indian Prime Time
True News only ....

৫ বছরের খুদে ৪ মিনিটেই চেনাল ১৫০ দেশের পতাকা ও রাজধানী

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

ওয়েব ডেস্কঃ কি শিরোনাম দেখেই বিস্মিত হচ্ছেন? তবে এটাই সত্যি। মাত্র হাতেগোনা কয়েক মিনিটের মধ্যে কারোর পক্ষেই শতাধিক দেশের নাম ও সেইসব দেশের পতাকা এবং রাজধানী চিনে নেওয়া মোটেই সহজ ব্যাপার নয়। কিন্তু এই কঠিন কাজটাই খুব সহজেই করল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা ৫ বছরের প্রেসা খেমানি। শিশুটি মাত্র ৪ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে ১৫০ টি দেশ ও তাদের রাজধানীর নামসহ সেইসব দেশের পতাকা চিনিয়ে দিয়েছে। তার এই আশ্চর্যময় প্রতিভার জন্য ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়া বুক পুরস্কারও জিতে নিল প্রেসা। 

- Sponsored -

- Sponsored -

১৫০ টি দেশের নাম রাজধানী এবং পতাকাকে চিহ্নিত করতে কঠোর অধ্যাবসার প্রয়োজন। কিন্তু প্রেসা এই কাজটা মাত্র সাত সপ্তাহে করে ফেলল।

এই প্রসঙ্গে ছোট্ট প্রেসার মা-বাবা জানিয়েছেন যে, তার কন্যার বিভিন্ন দেশ ও তার রাজধানী এবং তাদের পতাকা সম্পর্কে জানার আগ্রহ ছিল। আর লকডাউনের তাদের এক বন্ধু তাকে একটা বই উপহার দিয়েছিল। যেখানে বিভিন্ন দেশের কথা ছিল। প্রতি সপ্তাহে প্রেসা ওই বই থেকে একটা করে মহাদেশ বেছে সেখানকার সব দেশ, রাজধানী ও পতাকা সব চিনে নিত। তারপর প্রতিদিন অভ্যেস করত। এভাবেই সে এই বিস্ময়কর কাজটি করে দেখিয়েছে।

এছাড়া এই বিষয়ে প্রেসা জানিয়েছে, এবার সে খুব শীঘ্রই দেশগুলির মুদ্রা, ভাষা ও নেতাদের নাম আয়ত্তে আনবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored