নিজের বুথেই গোহারা হারলেন নিশীথ প্রামাণিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ প্রায় ছ’মাস আগে ৫৭ ভোটের ব্যবধানে জয়ী হয়ে দিনহাটা বিজেপির দখলে এসেছিল। কিন্তু আজ উপনির্বাচনের ফলাফলে পদ্ম ঝরে গিয়ে ঘাসফুল ফুল ফুটে গেছে।

দিনহাটা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ী নিশীথ প্রামাণিক যে বুথের ভোটার সেখানেও বিজেপি হেরে গেছে।  এমনকি ওই কেন্দ্রে এ বারের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও বিজেপি জোরালো ধাক্কা খেয়েছে। দিনহাটার ভেটাগুড়ি চৌহদ্দি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ে অর্থাৎ নিশীথ প্রামাণিকের বুথে বিজেপি মাত্র ৯৫ টি ভোট পেয়েছে। আর তৃণমূল ৪৬১ টি ভোট পেয়েছে।


এদিকে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও বিজেপি ১৫৬ টি ভোট পেয়েছে। অথচ তৃণমূল ৪৬০ টি ভোট পেয়েছে। উত্তরবঙ্গের বহু এলাকাতেই বিজেপির এরকম ফলাফল হয়েছে। ফলে ছ’মাস আগে ৫৭ ভোটে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবার ১ লক্ষ ৬৪ হাজারেরও বেশী ভোটে জয়ী হয়েছেন।


উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ না করে কটাক্ষের সুরে বলেন, ‘‘আজ প্রমাণ হয়ে গিয়েছে উনি কেন্দ্রীয় প্রতিবন্ধী মন্ত্রী। কোচবিহারের স্বঘোষিত মহারাজ। কমল গুহ অনেক কিছু পারেননি। আমি পেরেছি। এখানে যা ফল হল তা কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না’’।


কোচবিহার জেলার বিজেপি সভাপতি মালতী রাভা রায় বলেছেন, ‘‘এতো সন্ত্রাস! মানুষকে বাড়ি থেকে বার হতে দেওয়া হয়নি। আমরা কমিশন ও প্রশাসনকে বার বার বলেছি। এমন সন্ত্রাস কোচবিহারের কেউ কখনো দেখেননি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

এই ফলেই তা কি প্রমাণ হচ্ছে না? মানুষ কখনো এমন ভাবে ভোট দেয়?’’। নিশীথ প্রামাণিকের বুথে বিজেপির হারের প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ওঁর দায়িত্বশীল তো অবশ্যই হওয়া উচিত ছিল’’।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031