নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ এবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ডেঙ্গুর ‘ডেন থ্রি’ ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলায় ৫২ জন ও কালচিনিতে ৪৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ফলে ডেঙ্গি রুখতে স্বাস্থ্য দপ্তর এবং কালচিনি ব্লকের প্রশাসনের আধিকারিকরা তোড়জোড় শুরু করে দিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আহে কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মধ্যে ‘ডেন টু’ ভেরিয়েন্টের সন্ধান পাওয়া যেত। এর জেরে সাধারণ মানুষ কেউ ডেঙ্গি আক্রান্ত হলে অধিকাংশ রোগী বাড়িতেই সঠিকভাবে চিকিৎসা করলে সুস্থ হয়ে যেতেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবার কালচিনি ব্লকের ৩০ জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করার পর সেখানে ৩জনের মধ্যে ‘ডেন থ্রি’ ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ফলে পূর্বের তুলনায় ডেঙ্গির তীব্রতা বেড়েছে। স্বাস্থ্য দফতরের মতে, দিন প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভেরিয়েন্ট পাল্টাতে থাকে। এরূপ পরিস্থিতিতে বেশ কিছু ডেঙ্গি আক্রান্তকেই ভর্তি করতে হয় হাসপাতালে। যারপরেই ডেঙ্গি নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য দফতর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। এতে আক্রান্ত হলেই ঘন ঘন জ্বর, বমি হবে।
কালচিনি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্রীকান্ত মণ্ডল বলেন, “ডেন থ্রি ভেরিয়েন্টের প্রকোপ এবার ব্লকে লক্ষ্য করা যাচ্ছে। ফলে কিছুটা চিন্তায় রয়েছি এবং সাধারণ মানুষকে নিয়মিত এ নিয়ে সচেতন করছি।” বর্ষার পূর্বেই কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে এখনও পর্যন্ত সর্বাধিক আক্রান্ত কালচিনি গ্রাম পঞ্চায়েতে। ১৪ জন আক্রান্ত রয়েছেন। যারপরে ডেঙ্গি রুখতে পুরোপুরি ময়দানে নেমে পড়েছেন তারা।