মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে অশান্তি যেন পিছু ছাড়ছে না। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিয়ো ভাইরাল হতেই গতকাল অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কাঠপোল বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার পর আজ এলাকার পরিবেশ একেবারে থমথমে। অন্যদিকে, গতকাল শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এদিন বাগদিপাড়া এলাকায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতিও হয়।
বিজেপির দাবী, “তৃণমূল এই ঘটনা ঘটিয়ে পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে। আর এরই প্রতিবাদে এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে।” গত কয়েক মাস থেকে সন্দেশখালির মহিলাদের বিক্ষোভের জেরে তৃণমূল কোণঠাসা হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিয়ো ভাইরাল হতেই তৃণমূল স্বমহিমায় মাঠে নামে।