Indian Prime Time
True News only ....

নখ সহজেই ভেঙে যায়? তবে মেনে চলুন এই কয়েকটি টোটকা

- sponsored -

- sponsored -

মিনাক্ষী দাসঃ মুখের যত্ন তো কম-বেশী সকলেই নেয়। কিন্তু নখের যত্ন ক’জনই বা নেয়!! তবে মুখের মতো নখও আমাদের সৌন্দর্যের আরেক অঙ্গ। কিন্তু হঠাৎ যখন নিজের আঙুলের দিকে চোখ পড়ে তখন কি আর অর্ধেক ভাঙা, হলদেটে ছোপ ধরা নখ দেখতে ভালো লাগে? বর্তমান দিনে আবার নেল এক্সটেনশনের প্রবণতা বেড়েছে। যদিও সেটাও সাময়িক। অতএব, নিজের নখ যদি সুন্দর হয়, তার চেয়ে ভালো আর কিছু হয় না। সুতরাং কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার নখও ভঙ্গুর হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

১) লেবুর রসঃ যারা বেশী নেলপলিশ ব্যবহার করেন, তাদের জন্য লেবুর রস অতি গুরুত্বপূর্ণ। নখের কোণ হলদেটে হয়ে গেলে একটা পাতিলেবু কেটে অর্ধেকটা লেবু ভালো ভাবে প্রতিটি নখের উপর ঘষতে হবে। টানা এক সপ্তাহ এভাবে চললে এই হলদেটে ভাব দূর হবে।

২) সৈন্ধব লবণঃ সৈন্ধব লবণ খুব তাড়াতাড়ি নখ মজবুত করে। এক বাটি জলে কিছুটা সৈন্ধব লবণ ও চার ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে এই মিশ্রণ কিছুক্ষণ নখে ডুবিয়ে রাখতে হবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

৩) নারকেল তেলঃ প্রথমে নারকেল তেল নখের উপরে এবং চারপাশে ভালো ভাবে তেল দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ প্রতিটি আঙুলে আলাদা আলাদা করে মাসাজ করতে হবে। আর এই বার বার মাসাজে ত্বক ও নখের সঙ্গে তেল মিলিয়ে যাবে। ফলে হাতের তেলতেলে ভাব কেটে যাবে।

৪) ভিটামিন ই অয়েলঃ ভিটামিন ই অয়েলও নখ মজবুত করতে পারে। তাই দোকান থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে এনে সেটি কেটে ভিতরের তরল পদার্থটি নখে মাখিয়ে রাখলে নখ শক্ত হবে।

৫) অ্যাপল সাইডার ভিনিগারঃ অ্যাপল সাইডার ভিনিগারে থাকা ক্যালশিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম নখের ভিতরের সংক্রমণ কমায় এবং ভঙ্গুর নখকে শক্তিশালী করে। কিন্তু এটি সরাসরি লাগানো যাবে না। একটি ছড়ানো পাত্রে জলের সঙ্গে অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে তাতে প্রায় দশ মিনিট নখ ডুবিয়ে রাখতে হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored