বালুরঘাটঃ আজ সকালে নিজের ন’বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে ফিরে পেতে জেলাশাসক দপ্তরের সামনে ধর্নায় বসলেন অসহায় মা। ২৮ বছরের তরুণী শিল্পী ব্যানার্জি সরকার অভিযোগ জানান, ২০০৯ সালে বুনিয়াদপুরের কোর্ট মোড়ের বাসিন্দা শিল্পীর সঙ্গে বিয়ে হয় বুনিয়াদপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা এক যুবকের। তাদের ন’বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে আছে। বছরখানেক আগে শিল্পীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু তার দুই নাবালক সন্তানকে আটকে রেখে দিয়েছে এমনকি তাকে তার সন্তানদের সাথে দেখাও করতে দেয়নি। পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে বারবার দরবার করেও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আজ সন্তানদের ফিরে পেতে জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেন তিনি। স্বামীর লাগাতার হুমকির জেরে বর্তমানে তিনি বুনিয়াদপুর থেকে বালুরঘাটের একটি ভাড়াবাড়িতে আছেন।
ঘণ্টাখানেক ধর্নায় বসে থাকার পর বালুরঘাট থানা থেকে মহিলা পুলিশ এসে তাকে তোলার চেষ্টা করে। শেষমেশ জেলাশাসক আধিকারিকদের আশ্বাসে তিনি পুলিশের সঙ্গেই বালুরঘাট থানায় যান। পুলিশ তার অভিযোগ খতিয়ে দেখছেন।
এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলাশাসক দপ্তরের সামনে ভিড় উপচে পড়ে।