মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকালে উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থানার ট-বাজার এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেল মা ও ছেলে। মা হলেন মিতা অধিকারী এবং ছেলে হলেন ঋষভ অধিকারী।
জানা গিয়েছে, এদিন সকালে পরিবারের ছাদে জামা-কাপড় মেলার জন্য লোহার তার টাঙানো হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার সময় ভুলবশত ঋষভের কাপড় শুকোতে দেওয়ার তারে হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ায় চিৎকার করে সেখানেই লুটিয়ে পড়েন। ছেলের চিত্কার শুনে মিতা দেবী ছুটে আসতেই তড়িদাহত হন। এরপর দু’জনেই ছাদে ছটফট করতে থাকেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে মা-ছেলেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবা তপন অধিকারী জানিয়েছেন, “কোনো কারণে বিদ্যুতের তারের ত্রুটির কারণে বাড়ির বিভিন্ন অংশ বডি হয়ে যায়। তাই ছেলে হাত দিতেই বিদ্যুত্পৃষ্ট হলে ছেলেকে ছাড়াতে গিয়ে স্ত্রীও বিদ্যুত্পৃষ্ট হন”। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।