Indian Prime Time
True News only ....

তেলিয়া ভোলা বিক্রি করে রাতারাতি লাখপতি মৎস্যজীবীরা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একদল মৎস্যজীবীদের জালে ১১৪ টি তেলিয়া ভোলা মাছ উঠেছিল। যা দেখতে বহু কৌতূহলীরা জমায়েত হন। এরপর ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে ওই তেলিয়া ভোলা ৬০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

মৎস্যজীবী সংগঠনগুলির সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি ‘এফবি গিরিবালা’ ট্রলার কাকদ্বীপ থেকে মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। ওই সময় সমুদ্রে মাছ ধরার সময় তেলিয়া ভোলা মাছের একটি ঝাঁক জালবন্দি হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এরপর তড়িঘড়ি ওই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে কাকদ্বীপ বন্দরে ফিরে আসেন। গতকাল ওই মাছ নিয়ে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানেই তেলিয়া ভোলাগুলি নিলামের মাধ্যমে ৬০ লক্ষ টাকায় বিক্রি হয়। ট্রলার মালিক তপন গিরি, ‘‘অন্যান্য সামুদ্রিক মাছের মতো তেলিয়া ভোলা ধরা সম্ভব নয়। ভাগ্যে ছিল বলেই আমরা ১১৪ টি মাছ পেয়েছি।’’

ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, ‘‘তেলিয়া ভোলা সমুদ্রের জলস্তরের নীচের দিকে থাকায় সচরাচর ধরা পড়ে না। কিন্তু অনেকসময় কিছু কিছু তেলিয়া ভোলার ঝাঁক উপরের দিকে উঠে আসে। আর তেলিয়া ভোলার পটকা ওষুধ তৈরীতে ব্যবহৃত হয়। তাই এই মাছের দাম অনেক বেশী হয়।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored