লকডাউন অমান্য করলেই চলছে গণপিটুনি
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ করোনা মহামারীর জেরে রাজ্য জুড়ে লকডাউন অব্যাহত। কিন্তু এই লকডাউন অমান্য করে সাপ্তাহিক হাট বসেছিল। প্রশাসনের নির্দেশ অনুযায়ী লকডাউনের কারণে মালদার মানিকচকের মথুরাপুর হাট বন্ধ থাকার কথা। কিন্তু লকডাউন এর কারণে হাইস্কুলের মাঠে কিছু ব্যবসায়ী বাজারে ভিড় জমায়।
এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ লাঠিচার্জ করে ওই দোকানগুলো উঠিয়ে দেয়। পাশাপাশি বেশ কিছু জনকে আটক করে থানায় নিয়ে যায়। সরকারী নিয়মের বিধি নির্দেশিকা অমান্য করলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে জানিয়েছে মানিকচক থানার পুলিশ। সেই মতই দফায় দফায় পুলিশী অভিযান চলছে।