Indian Prime Time
True News only ....

মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ গৃহশিক্ষকের

- sponsored -

- sponsored -

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ এই করোনা মহামারী কালে লকডাউনকে উপেক্ষা করে এক শ্রেণীর মানুষ যত্রতত্র বেরিয়ে পড়েছেন। সরকারী কোনো বিধি নিষেধ মানছেন না। তাই এবার মানুষকে করোনা সচেতন করতে এক গৃহশিক্ষককে অভিনব উদ্যোগে দেখা গেল।

- Sponsored -

- Sponsored -

এই গৃহশিক্ষক হলেন নদীয়া জেলার এক নম্বর নতুন ফুলিয়ার বাসিন্দা অরবিন্দু প্রামানিক। বয়স ৬১ বছর। এক বছর আগেও করোনার সময় অরবিন্দু বাবুকে এই করোনা সচেতনতা নিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল। তিনি নিজেই করোনা ভাইরাস সেজে মাথায় করোনার দৈত্যকার মুখোশ পড়ে ও সারা গায়ে পিচ বোর্ডের বাক্স নিয়ে ঘুরে বেরাচ্ছেন।

পিচ বোর্ডের বাক্সের গায়ে করোনার নানা সতর্কতা বার্তা লেখা। এই ভাবেই পায়ে হেঁটে গ্রাম-গঞ্জে, বাজার-ঘাটে প্রচার করছেন। এছাড়া ফুলিয়া, রানাঘাট, শান্তিপুর ছাড়াও বিভিন্ন জায়গায় মানুষকে সচেতনতা করতে দেখা গেলো। অরবিন্দু বাবু জানান, “আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই মানুষকে সচেতন করবেন”। অরবিন্দু বাবুর এই অভিনব প্রচারকে সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored