অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সকাল থেকেই প্রচণ্ড ভিড়ে শিয়ালদহ স্টেশনে পা ফেলার জায়গা নেই। প্রতিদিনই ভিড় থাকলেও, আজকের দৃশ্যটা একটু আলাদা। এদিন প্রায় একশোর কাছাকাছি লোকাল ট্রেন বাতিল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রীরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অফিস টাইমে ট্রেন না থাকায় নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ শুক্রবার থেকে রবিবার অবধি শিয়ালদহ স্টেশনে বারো কামরার ট্রেন চালানোর জন্যই রক্ষণাবেক্ষণের কাজের কারণে এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। আর ছ’ নম্বর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনও বাতিল রয়েছে। আজ ৮৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আর ১৪৭টি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি চারটি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে।
রেলের তরফেও জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। ট্রেনও দেরীতে চলবে। এছাড়া শিয়ালদহ মেইন শাখার গেদে, নৈহাটি ও ডানকুনি লোকালের মতো ট্রেনগুলি শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন থেকে ছাড়ছে। আর দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ লোকালের মতো ট্রেন ছাড়বে। ফলে যে সকল যাত্রীরা শিয়ালদহ স্টেশনে এসেছেন, তাদের আবার ট্রেন ধরার জন্য দমদম যেতে হচ্ছে।
অন্যদিকে, শিয়ালদহ থেকে ছাড়ে এমন চারটি দূরপাল্লার ট্রেন অর্থাৎ হাটে-বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস শিয়ালদহ-অজমের সুপারফাস্ট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চলবে। যদিও রাজধানী ও দুরন্ত সহ অন্যান্য দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলবে।