নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ গতকাল রাতে আসামের কোকরাঝাড়ের রিপু সংরক্ষিত জঙ্গল থেকে প্রচুর অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এই উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে।
কোকরাঝাড় জেলা পুলিশ সুপার রাকেশ রাউশানের নেতৃত্বে অসম পুলিশের একটি দল ব্যাগ, ঔষধ, আটটি ব্লানকেট, একে-৫৬ রাইফেল, ১৫৭ রাউন্ড তাজা কার্তুজ, ১৫০ কেজি রেশন সামগ্রী সহ অন্যান্য সামগ্রী মাটি খুঁড়ে উদ্ধার করেছে। এই উদ্ধার কাজে বিটিএডির নিরাপত্তা কর্মীরাও সহায়তা করেছে। বিটিএডির আইজিপি এলআর বিশনই নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করার জন্য অসম পুলিশকে এই তল্লাশী অভিযানে সহায়তা দিয়েছেন।
গত ২৭ শে মার্চ অসমে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। ১ লা এপ্রিল দ্বিতীয় ও ৬ ই তৃতীয় দফার নির্বাচন হবে। তাই ভোটারদের ভোট দেওয়া সুনিশ্চিত করার জন্য নিরাপত্তা কর্মীরা এলাকায় পায়ে হেঁটে টহল দিচ্ছেন। যার ফলে মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।