হ্যাকারদের শিকার হতে পারে আইফোন, ম্যাকবুক সহ একাধিক ‘অ্যাপল’ পণ্য

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা ‘সিইআরটি-ইন’ আইফোন সহ অ্যাপলের একাধিক ডিভাইস হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে। আর গোটা বিষয়টির উপর জরুরী ভিত্তিতে নজর দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ‘সিইআরটি-ইন’ জানায়, ‘‘অ্যাপলের অনেক পণ্যে ‘রিমোট কোড এগ‌জিকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গেছে। এতে হ্যাকারদের জন্য আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ। তাই হ্যাকাররা খুব সহজেই অনেক দূরে বসে অ্যাপলের পণ্যগুলি নিয়ন্ত্রণ করতে পারবে।

নিরাপত্তাগত ত্রুটির কারণে কোনো ভুয়ো লিঙ্ক পাঠিয়ে এই ডিভাইসগুলি সহজেই হ্যাক করে ফেলতে পারে। এর জেরে হ্যাকারদের হাতে ফোন, ম্যাকবুকে রাখা সমস্ত তথ্য চলে যেতে পারে।’’ ‘সিইআরটি-ইন’ সতর্ক করেছে, ‘‘আইফোন ও আইপ্যাডের যে সমস্ত ডিভাইসে অপারেটিং সিস্টেম ১৭.৪.১-এর থেকে পুরোনো, সেগুলিতেই হ্যাকিংয়ের সম্ভাবনা বেশী। এই সংস্করণটি আইফোন এক্সএস, সেকেন্ড জেনারেশন আইপ্যাড প্রো এর মতো একাধিক ডিভাইসে পাওয়া যায়।

আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আই প্যাড জেন ৫-এর যে ডিভাইসগুলিতে অপারেটিং সিস্টেম ১৬.৭.৭-এর আগের আপডেট রয়েছে, যা ঝুঁকির মুখে রয়েছে।’’ প্রযুক্তি-গবেষকদের মতে, ‘‘এই সতর্কবার্তা পেয়ে আতঙ্কিত হয়ে যাওয়ার কারণ নেই। ভয় না পেয়ে শুধু সফ্‌টওয়্যার আপডেট করে নিলেই হবে। আর সফ্‌টওয়্যার আপডেট করার ক্ষেত্রে গাফিলতি না দেখানোই ভালো। এছাড়া অ্যাপ বা সফ্‌টওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাক আপ নিয়ে রাখা উচিত।’’

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram