নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়ার দু নম্বর ব্লকের দিয়াসিন গ্রামে ভাগ্নের হাতে খুন হলো মামা। মৃতের নাম অরবিন্দ মাঝি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর মৌসুমী ঘরুই ছেলে রাহুলকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। প্রায় তিন বছর থেকে মামার বাড়ির সম্পত্তি মায়ের করে দিতে হবে এই নিয়ে প্রতিদিনই ঝগড়া অশান্তি লেগেই থাকতো।
গতকাল বিকেলবেলা ৪ টে থেকে অশান্তি শুরু হলে রাতেরবেলা বচসা চরমে উঠলে ভাগ্নে রাহুল বাড়িতে থাকা কলের হাতল তুলে অরবিন্দবাবুর মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার পর থেকেই পলাতক মৌসুমী। এরপর গ্রামবাসীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।
এর পাশাপাশি পুলিশ মৃতদেহকে কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
আজ রাহুলকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।