করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরী হচ্ছে মালদা মেডিকেল হাসপাতালে
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ ৭ মাসের এক শিশুকন্যা করোনা আক্রান্ত হয়ে মালদা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। চাঁচল হাসপাতাল থেকে মালদা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
বর্তমানে ওই শিশুকন্যা মালদা মেডিকেল হাসপাতালের করোনা বিভাগে মহিলা ওয়ার্ডে রয়েছে। এদিকে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই মালদা মেডিকেল হাসপাতালের কর্তৃপক্ষ প্রস্তুতি শেষ করতে চলেছে। করোনার তৃতীয় ঢেউ শিশুদের উপর বেশী প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের চিকিৎসা পরিকাঠামো তৈরী করা হয়েছে।
মালদা মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ টি পিকু ও ২০ টি এইচডি পিকু বেড তৈরী করা হয়েছে। এছাড়াও মাতৃ বিভাগে সদ্যজাত শিশুদের জন্য আরো ১০ টি বেড তৈরী করা হয়ছে।
করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাছাড়া করোনা আক্রান্ত শিশুদের জন্য মালদা মেডিকেলে মোট ৪০ টি বেডও তৈরী করা হয়েছে।