স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার নাকশিপাড়ায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।
https://www.youtube.com/watch?v=a3kkh5RAqS8
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
স্থানীয় সূত্রে জানা গেছে, নাকাশিপাড়ার যুগপুরে ফ্লাই ওভারের কাছে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
https://www.youtube.com/watch?v=5d8IPpSw7JQ
ওই মহিলা ঠিক কি কারণে মারা গেছে নাকাশিপাড়া থানার পুলিশ সেই বিষয়ে তদন্ত করছে। কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করেছে যে, ওই মহিলা পথ দুর্ঘটনা বা গাড়ির ধাক্কায় মারা যেতে পারেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এখনো ওই মহিলার মৃতদেহ শনাক্তকরণ করা সম্ভব হয়নি।