নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ পুর নির্বাচনের ঠিক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাজ্যের আইন-বিচার ও পূর্তমন্ত্রী মলয় ঘটককে আবার তলব করেছে। কয়লা কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ২ রা ফেব্রুয়ারী মলয় ঘটককে তলব করা হয়েছে। ওই দিন তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোলে পুরভোট সামনেই আর তার ঠিক প্রাক্মূহূর্তে মলয় ঘটককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নোটিশ পাঠানো নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও মলয় ঘটককে নোটিশ পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগেও ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিশ পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠায়। সেই সময়ও তিনি দিল্লিতে গিয়ে তদন্তে সাহায্য করেন। কিন্তু এবারও মলয় ঘটক দিল্লি যাবেন কি না তা এখনো স্পষ্ট নয়।
Sponsored Ads
Display Your Ads Here