নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের পারুই থানার শিমুলিয়া গ্রামে একটি পুকুরের পাড় উঁচু করার জন্য মাটি কাটার কাজ চলছিল। মাটি কাটার যন্ত্র দিয়ে পুকুর কাটার কাজ করার সময় মাটির তলা থেকে প্রচুর বোমা বেরিয়ে আসে। যাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটি কাটার সময় হঠাৎ করে পুকুর পাড়ে দুই ড্রাম বোমা উদ্ধার করা হয়। মাটি কাটার সময় যন্ত্রের আঘাতে বোমাগুলি ফেটে গেলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এরপরই দ্রুত পুলিশের কাছে খবর দেওয়া হয়।
পারুই থানার পুলিশ এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে। এর পাশাপাশি ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড না ডেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই বোমাগুলি কারা কি উদ্দেশ্যে মজুত করে রেখেছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।