ব্যুরো নিউজঃ চীনঃ বিগত দু’বছরেরও বেশী সময় ধরে করোনা অতিমারীর কারণে গোটা বিশ্ব একেবারে বিপর্যস্ত। আর প্রথম চীনের উহান প্রদেশ থেকেই সমগ্র বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার চীনের দক্ষিণ দিকের প্রযুক্তি হাব হিসেবে পরিচিত শেনজেন শহরে নতুন করে লকডাউন জারি হয়েছে।
এই শহরে করোনা সংক্রমণ ক্রমেই বাড়তে থাকায় রবিবার শেনজেনের প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। গতকাল গণপরিবহণ ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চীনের আরো একটি বড়ো শহরে ক্লাসে উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি অন্য শহরগুলির সাথেও যোগাযোগ অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
শুক্রবার জিলিন প্রদেশের রাজধানী উত্তর-পূর্বের চাংচুন শহরে ৯০ লক্ষ মানুষকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, শহরবাসীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক বাড়ির কোনো একজন সদস্য প্রতি দু’দিনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির বাইরে বের হতে পারবেন।
Sponsored Ads
Display Your Ads Here
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অর্থনীতিবিদদের মতে, “এই নয়া লকডাউনের ফলে চীনের জিডিপিতে মারাত্মক প্রভাব পড়তে পারে। সরকার যে ৫.৫ শতাংশ জিডিপির লক্ষ্যমাত্রা নিয়েছে সেই লক্ষ্যমাত্র পূরণ হবে না। এই জিডিপি ৫ শতাংশ হতে পারে। তবে ভাইরাসের সংক্রমণ কমাতে চীনের আরো কিছু শহরে নতুন করে লকডাউন জারি হতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here