নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একাদশ শ্রেণীর এক কিশোর ভালো নৃত্যশিল্পী হতে না পারার দুঃখে আত্মহত্যা করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা গিয়েছে, রেললাইনে শুয়ে থেকে আত্মঘাতী হওয়া ১৬ বছরের ছেলেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আবেদন জানিয়ে নিজের শেষ ইচ্ছের কথা জানিয়ে শরীরের সাথে একটি সুইসাইড নোট রেখে গিয়েছে। সুইসাইড নোটে লেখা আছে, ‘পরিবার ও বন্ধুবান্ধবরা পাশে না থাকায় সে ভালো নৃত্যশিল্পী হতে পারেনি’।
Sponsored Ads
Display Your Ads Hereসুইসাইড নোটে এও লেখা আছে যে, ‘তার মৃত্যুর পর একটি মিউজিক ভিডিও বানাতে হবে যাতে নামী গায়ক অরিজিত্ সিং গাইবেন। নেপালি শিল্পী সুশান্ত খাতরি নাচে কোরিওগ্রাফি করবেন। এরকম একটি মিউজিক ভিডিও তৈরী হলে মৃত্যুর পর তার আত্মা শান্তি পাবে’।
Sponsored Ads
Display Your Ads Hereওই কিশোর নিজের এই অন্তিম বাসনা পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্ব নেওয়ার আবেদন জানিয়েছে। ওই কিশোর এই ধরণের চরম পদক্ষেপ গ্রহণ করলো কেন তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় ওই কিশোরের পরিবারে শোকের ছায়া নেমেছে।