ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মুখে ভারত থেকে ঢাকায় পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ঢাকায় ক্ষোভ তৈরী হয়েছে। তবে ভারতীয় নিষেধাজ্ঞার এই খবর পাওয়ার আগে বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
আর নিষেধাজ্ঞার খবর আসার পর থেকে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়তে থাকে। যা নির্বাচনের মুখে শেখ হাসিনা সরকারের জন্য অত্যন্ত উদ্বেগের। ভারত ইতিপূর্বে আগস্ট মাসে যখন প্রথম পেঁয়াজ রপ্তানীর ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে, তখনও বাংলাদেশের ব্যবসায়ীরা রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়েছিলেন। এর পর থেকে পেঁয়াজের বাজারে আগুনের ছোঁয়া লাগে।
আজ বাংলাদেশ দূতাবাস সূত্রে বলা হয়েছে, “এর আগেও ভারতীয় কর্তৃপক্ষকে বলা হয়েছে যে, পেঁয়াজ বা আলুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানী বন্ধ করার কয়েক সপ্তাহ আগে আগাম জানিয়ে দিতে। তাহলে অন্য দেশ থেকে বিকল্প জোগানের ব্যবস্থা করা যায়। ভারত নিজেরা না খেয়ে আমাদের দেবে এমনটা আমরাও আশা করি না।
কিন্তু ভারতের সাথে আমাদের পরিবহণ সংযোগ এখন এতোটাই সুগম যে, সে দেশ থেকে পণ্য আনা সবচেয়ে সহজ। ফলে আগে থেকে না জানিয়ে হঠাৎ এমন সিদ্ধান্তে আমাদের বাজারে সমস্যা তৈরী হয়। সে দেশের বাজারে পেঁয়াজের মজুত এতটা কমে যাওয়ারও কারণ নেই যে বাজারে বিরাট সঙ্কট দেখা যাবে।”
একাংশের মত অনুসারে, “অতিরিক্ত মুনাফার লোভে দেশের বড়ো ব্যবসায়ীরা তাদের হাতে থাকা পেঁয়াজ বাজারে বিক্রি না করে মজুত করছেন বলেই পেঁয়াজের কৃত্রিম সঙ্কট তৈরী হয়েছে ও রাতারাতি মূল্যবৃদ্ধি হয়েছে।”