অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও মহানগরীর সল্টলেকের সেক্টার ফাইভ এলাকায় ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের সন্ধান পাওয়া গেল। দেশ-বিদেশে টেক সাপোর্ট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার খবর পেয়েই বিধাননগর সাইবার ক্রাইম থানা আধিকারিকরা আজ সল্টলেকের সেক্টর ফাইভে ম্যাট্রিক্স বিল্ডিং এ হানা দেয়। এখানে প্রতারকরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দেশ-বিদেশে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়েছে। এমনকি চাকরী দেওয়ার নাম করেও প্রতারণা করা হয়েছে। এই বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এরপর আরো একটি অফিসে তল্লাশি চালিয়ে মোবাইল ল্যাপটপ ও ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এখনো অবধি দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Sponsored -
গত সপ্তাহে নিউটাউন থানার পুলিশ গ্রিন উড এক্সটেনশন বিল্ডিংয়ে হানা দিয়ে কল সেন্টারের আড়ালে স্বাস্থ্য বিমা করিয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ প্রতারণার অভিযোগে একটি চক্রের মোট ছ’জনকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবী, অভিযুক্তরা দেশে এবং দেশের বাইরে মেডিকেল ইন্সুরেন্স করিয়ে দেওয়ার নামে প্রতারণা চক্র চালাতো। মূলত ফোন করে প্রথমে মেডিকেল ইনসিওরেন্স করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া হত। টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখতেন না।