চয়ন রায়ঃ কলকাতাঃ একদিকে যেমন সবুজের ঝড় উঠেছে তেমন অপরদিকে তৃণমূলের বিপুল ভোটে জয়ের দিন হাজরাতে আশুতোষ কলেজের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভের মুখে পড়লেন।
এদিন পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আশুতোষ কলেজের পাশেই একটি কর্মসূচীতে চলছিল। আর শুভেন্দু অধিকারী সেই কর্মসূচীতেই যোগ দিতেই তৃণমূল ছাত্র সংগঠনের সমর্থিত পড়ুয়ারা তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। এছাড়া গো ব্যাক শ্লোগানও তোলেন। পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিও শুরু হয়।
এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ পড়ুয়াদের দিকে এগিয়ে যান। তবে নিরাপত্তারক্ষীরা কোনোভাবে শুভেন্দু অধিকারীকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। যদিও তৃণমূলের ছাত্র পরিষদের পড়ুয়ারা কোন দাবী তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।