চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বিধাননগরে ৩৭ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বুথে বিজেপি ও তৃণমূল প্রার্থী রীতিমতো বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন।
বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের দিয়ে ভোট লুঠ করার চেষ্টা করছে। এছাড়া তৃণমূল প্রার্থী দলীয় প্রতীক নিয়ে বুথে ঘুরছেন। এই বাকবিতণ্ডা থেকে দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়।
শেষমেশ বচসাকে উপেক্ষা করে দু’জনই একে অপরের দিকে তেড়ে যেতেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় আরো কয়েকজন এসে বিজেপি এবং তৃণমূল প্রার্থীকে আলাদা করার চেষ্টা করেন। এদিকে রাজ্য নির্বাচন কমিশন এই দুই জন মহিলা প্রার্থীর হাতাহাতির দৃশ্য দেখার পর ঘটনার রিপোর্ট তলব করে।