নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পানীয় জলের অবৈধ কারবার করার অভিযোগে একটি বেআইনী প্লান্ট বন্ধ করে দেওয়া হলো। আজ বিকেলে পুলিশের সাথে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা ওই প্লান্টে যৌথ অভিযান চালান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “ভূগর্ভস্থ জল তুলে বেআইনী ভাবে বিক্রি করা হতো। এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ গোটা বিষয়টির তদন্তে নামে”।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বাঁশতলা এলাকায় ওই প্লান্টের কোনো লাইসেন্স ছিল না। অভিযানের সময় প্লান্টে তল্লাশি চালিয়ে জলের বোতল, স্টিকার-সহ বিভিন্ন যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি অবৈধ প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
খাদ্য সুরক্ষা আধিকারিক কিশোর বিশ্বাস বলেছেন, “এই প্লান্টের জন্য কোনো লাইসেন্স ছিল না। এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর খাদ্য সুরক্ষা আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে”।
Sponsored Ads
Display Your Ads Here