নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ ডেকরেটরের ব্যবসার আড়ালে পূর্ব বর্ধমানের কাটোয়ায় অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেল।
গোপন সূত্রে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এই অস্ত্র কারখানার সাথে কে বা কারা যুক্ত সেই খোঁজ শুরু করা হয়েছে। এই ঘটনায় বিহারের মুঙ্গেরের কেউ যুক্ত ছিল কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।