নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ প্রায় দু’ থেকে তিন দিন ধরে বীরভূমের রাজগ্রামের একশোরও বেশী বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পড়ায় এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আক্রান্তদের স্থানীয় রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মুরারই গ্রামীণ হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া ডায়েরিয়ায় আক্রাম্তদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে কি না তা পরীক্ষা করতে ডায়েরিয়ায় আক্রাম্তদের লালারস সংগ্রহ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজগ্রাম এলাকায় পুকুরের জল ব্যবহার করায় ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে। ফলে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এলাকার একটি পুকুরকে চিহ্নিত করে আপাতত সেখানের জল ব্যবহার বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ব্লক স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল সহ জেলা থেকে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদলের সদস্যরাও গ্রামে উপস্থিত হন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, অতি দ্রুত গ্রামবাসীদের মধ্যে ডায়েরিয়ার প্রকোপ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here