পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সাতসকালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ দুই নম্বর ব্লকের নোদাখালি থানার মোহনপুর এলাকায় প্রাণ হারায় ৩ জন। মৃতরা মোহনপুর এলাকার বাসিন্দা অসীম মণ্ডল, অতিথি হালদার ও কাকলি মিদ্যা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগেই মোহনপুরের বাসিন্দা অসীম পাড়ার মধ্যেই বাজি কারখানা চালু করেন। এলাকাবাসীর মানুষের তুমুল আপত্তি সত্ত্বেও সেই কারখানা চালিয়ে যাচ্ছিলেন। কারখানায় প্রচুর বারুদও মজুত করে রাখা ছিল। আজ আচমকা বিস্ফোরণ ঘটতেই সেই আগুনে পুড়ে মৃত্যু হয় অসীম, অতিথি এবং কাকলির।
আর বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার চাল অবধি উড়ে যায়। এমনকি আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। নোদাখালি থানার পুলিশ এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাশাপাশি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে।