নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর মগরায় ফাঁকা বাড়ির মধ্যে লজেন্সের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীর উপর যৌন নির্যাতন করেন গৃহশিক্ষিকার বাবা। পরদিন শিশুটি পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা মগরা থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষিকার বাবাকে গ্রেফতার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়।
এলাকাবাসীদের একাংশের অভিযোগ, “এদিন অভিযুক্তের ভাই দাদাকে গ্রেফতার করার প্রতিবাদে নির্যাতিতার পরিবারকে হুমকি দিলে এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে পাল্টা চড়াও হয়ে ভাঙচুর শুরু করেন। রাস্তাও অবরোধ করেন।” পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পাশাপাশি অভিযুক্তের ভাইকেও আটক করা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু গৃহশিক্ষিকা বাবার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জানান, ‘‘শিশুটি আমার কাছে তিন বছর ধরে পড়ে। তবে কখনো আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেনি। আমাদের এলাকাতে সুনাম রয়েছে।’’ যদিও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছেন।