নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর ডানকুনিতে দিল্লি রোডের পাশে প্লাস্টিক কারখানায় আগুন লেগে তীব্র চাঞ্চল্য শুরু হয়। এই ঘটনায় চারিদিক কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমএসবিডি কাস্টিং কারখানায় আগুন লাগে। কারখানায় প্লাস্টিকের নানা সামগ্রী তৈরী হয়। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় পাশের আরো দু’টি গুদামে শীঘ্র আগুন ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকেরা ধোঁয়া দেখেই বাইরে বেরিয়ে এসে দমকল বিভাগকে খবর দেন।
দমকল কর্মীরা খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসেন। এর পাশাপাশি ডানকুনি থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু আগুন লেগেছে কি কারণে তা এখনো অবধি সঠিক ভাবে জানা যায়নি।