নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহার এক নম্বর ওয়ার্ড সংলগ্ন পুণ্ডিবাড়ি থানার টাকাগাছের জোড়াপুকুর এলাকায় টাকা না পেয়ে শ্বশুরের মাথায় নলকূপের হাতল দিয়ে খুন করলেন জামাই। মৃতের নাম তাপস সরকার। বয়স ৫৮ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তাপসবাবুর মেয়ে পায়েল সরকারের সাথে কোচবিহার এক নম্বর ওয়ার্ডের ভীম সরকারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই ভীম পায়েলকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন। টাকা না পাওয়ায় আবার মারধরও করতেন বলে অভিযোগ ওঠে।
সম্প্রতি সে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যাওয়ায় ভীম পায়েলকে ও পায়েলের পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। পায়েলের পরিবারের সদস্যরা এই বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। এদিকে এদিন তাপসবাবু বাজারে গেলে ভীম তাপসবাবুর মাথায় সজোরে নলকূপের হাতল দিয়ে মারেন।
এরপর গুরুতর জখম অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাবাসীরা ভীমকে ধরে বেঁধে রেখে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। আপাতত পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।