আজ ভারত সেবাশ্রমে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
চয়ন রায়ঃ কলকাতাঃ স্বামী প্রণবানন্দ মহারাজের প্রেরণায় উদ্বুদ্ধ হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী। এবার ভারত সেবাশ্রমের সঙ্গে ভারত কেশরীর সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন অমিত শাহ। বৃহস্পতিবার কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রমের আশ্রমের স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানাতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেছেন, “স্বামী প্রণবানন্দ মহারাজ আমাদের কাছে আদর্শ। অবিভক্ত ভারত ও স্বাধীন ভারতে ভারত সেবাশ্রমের সেবাকার্য উল্লেখযোগ্য। যখনই কোনো মানুষ বিপদে পড়ে তখনই এই ধর্মীয় সেবা প্রতিষ্ঠানটি ঝাঁপিয়ে পড়েছে। যা আমাদের কাছে অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী”।
আজ অমিত শাহ বালিগঞ্জের ভারত সেবাশ্রম গিয়ে এক আরতির মাধ্যমে স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান। এরপর তিনি পুরো প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন। এছাড়া তিনি মহারাজদের সঙ্গেও আলাদা আলাদা ভাবে কথাও বলেছেন। এমনকি মহারাজদের সঙ্গে নিয়ে একটি গ্রুপ ছবি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।