নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ বউয়ের কাছে যৌতুকে স্পোর্টস বাইক চাওয়ায় বউ সেই ইচ্ছেপূরণ না করতে পারায় তিন তালাক দিয়ে বিয়ে ভাঙলেন স্বামী। এই ঘটনায় স্তম্ভিত হয়ে মৃত্যু হয় যুবকের শাশুড়ির। উত্তরপ্রদেশের লখনউতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্র মারফত খবর, ২০২১ সালে আমিনাবাদ চিকামান্ডি থানা এলাকার এক মহিলার সিতাপুর অঞ্চলের মহম্মদ ইউনিসের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইউনিসের পরিবার মহিলার বাড়ির লোকের কাছ থেকে নগদ চাইতে শুরু করে। আর দুই লক্ষ টাকা না দিলে বিয়ে ভেঙে দেওয়ার হুমকিও দিতে থাকেন।
এমনকি নগদ অর্থ দিতে না পারায় মারধর করা হত। আবার বাড়ি থেকে থেকেও বার করে দেওয়া হয়। ফলে মহিলা বাপের বাড়িতে থাকার সময় স্বামী তাকে ফোন করে ফোনেই তিন তালাক দেন। আর এই ঘটনায় স্তম্ভিত হয়ে মহিলার মায়ের মৃত্যু হয়। এরপরেই ওই মহিলা ইউনিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে তদন্ত শুরু করেছেন।