মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ আজ ভোরে বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩৪ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।
ভোরবেলা সাদ্দাম সর্দার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে তারই জালে এই বিশালাকৃতির একটি বাগাইড় মাছটি ধরা পড়ে।
সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানিয়েছেন, “এই বাগাইড় মাছটি ঘাটের দেলোয়ার সর্দারের আড়ত থেকে ১২০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৯২০ টাকায় কিনেছেন”।
আপাতত মাছটি আরো চড়া দামে বিক্রির জন্য ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের যোগাযোগ করছেন। তিনি আজকের মধ্যেই এই মাছটি বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন।
তবে এই বৃহদাকার মাছটি দেখতে আশেপাশের এলাকার বহু কৌতূহলী মানুষ ভিড় জমান।