নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার হোমে শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারী। এর আগে সুমিতের স্ত্রী গীতশ্রী অধিকারী সহ মোট দশ জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা মালিপাঁচঘড়া ও হাওড়া মহিলা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর ছেলে সুমিতকে গ্রেপ্তার করেছে। আজ সুমিতকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডে সরকার অনুমোদিত এই হোম আছে। এলাকাবাসীরা জানিয়েছে ওই হোম থেকে প্রায়শই শিশুদের কান্নার শব্দ পাওয়া যেত। ২০ শে নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে গীতশ্রী অধিকারী এবং সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক দেবকুমার ভট্টাচার্য সহ মোট দশ জনকে গ্রেফতার করে।
এর পাশাপাশি তাদের প্রত্যকের বিরুদ্ধে ওই শিশুদের যৌন নিগ্রহ সহ একাধিক অভিযোগ ছিল। এই অভিযানের পর থেকেই হোমটিকে বন্ধ করে দেওয়া হয়। সাথে সাথে এই ঘটনাটিকে নিয়ে আরো তদন্ত শুরু করা হয়েছে।